চারঘাটে দুই নারীসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :

সরকারবিরোধী গোপন বৈঠকের সময় রাজশাহীর চারঘাট উপজেলা থেকে দুই নারীসহ জামায়াত-শিবিরের ৮নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এ তথ্য জানান।

চারঘাটে গোপন বৈঠকের সময় গ্রেফতারকৃতরা

তিনি জানান, সোমবার বিকেলে চারঘাট উপজেলার বামনদিঘী গ্রামের শিবির নেতা ইয়ামিন সরকারের বাড়িতে সরকার পতনের ষড়যন্ত্রে গোপন বৈঠকে বসে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ইয়ামিন সরকার, ইউসুফ আলী, সবুজ ইসলাম, মোরশেদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, হাসিবুল হাসান, সাদিয়া আক্তার মীম ও ফাতিমা মনিকা।

এসময় তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেট ও সাংগঠনিক বইপত্র এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান, ইয়ামিন নতুন করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরাদের সংগঠিত করছিল। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক নামে গ্রুপ খুলে যোগাযোগ করতো। সরকারবিরোধী বিভিন্ন ধরনের উস্কানিমূলক আলাপ পাওয়া গেছে।  তাদের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাহমুদুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মতিউর রহমান সিদ্দিকী।

 


শর্টলিংকঃ