চারদিনের ছুটি কাটিয়ে ইংল্যান্ডের পথে মাশরাফি


ইউএনভি ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজ জিতে চারদিনের ছুটিতে দেশে এসেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ বুধবার সকালে তিনি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছেন। বিশ্বকাপের জন্য তাই সবার কাছে দোয়া চেয়েছেন নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি।

তিনি প্রথমে লন্ডনে যাবেন। সেখানে দশ দলের অধিনায়কদের নিয়ে আইসিসি একটি ইভেন্ট আয়োজন করেছে। সেটাতে যোগ দিবেন।

এরপর যাবেন কার্ডিফে। যেখানে ২৬ ও ২৮ মে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে।

দেশ ছাড়ার আগে মাশরাফি বলেছেন, ‘ত্রিদেশীয় সিরিজ জিতে দলের সবাই বেশ আত্মবিশ্বাসী। আপনারা দোয়া করবেন বাংলাদেশ দলের জন্য, যা তে আমরা ভালো করতে পারি।’

ত্রিদেশীয় সিরিজ শেষ করে দেশে ফেরার পরই মাশরাফির কাছে দল নিয়ে অনেক কিছু জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। টাইগার দলপতি সেসব এড়িয়ে যান। যেহেতু পুরো দল আসেনি, তিনি ব্যক্তিগতভাবে চারদিনের ছুটিতে দেশে ফেরেন, তাই দল নিয়ে কথা বলা ঠিক হবে না বলেই যুক্তি দেন নড়াইল এক্সপ্রেস।

এই ছুটির মধ্যে নড়াইলেই সময় কাটিয়েছেন মাশরাফি। মিডিয়ার সঙ্গে কথা বলেননি। এমনকি তার ব্যক্তিগত যোগাযোগের ফোনটিও বন্ধ ছিল।


শর্টলিংকঃ