‘চৌমিত্বের কবি’ উপাধি পেলেন রাজশাহীর ইলিয়াস হোসেন


মোহনপুর প্রতিনিধিঃ

ইলিয়াস হোসেন ছোট থেকেই সাহিত্যমনা। ইলিয়াস হোসেন জন্ম গ্রহন করেন রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের পালশা গ্রামের এক মুসলিম পরিবারে। ইলিয়াস হোসেনের পিতার নাম ইসলাম হোসেন। ইলিয়াস হোসেন ষষ্ঠ শেণীতে পড়া শুনা অবস্থায় একটি কবিতা লিখে।

আর তখন থেকেই তার লেখালেখির সূত্রপাত ঘটে। বিভিন্ন পত্র-পত্রিকাতে তার লেখা প্রকাশিত হতে থাকে। যৌথ কাব্য, লিটল ম্যাগ, ছোট কাগজ, বিভিন্ন অনলাইন, যোগাযোগ মাধ্যম সহ বাংলাদেশ বেতারে তার কবিতা নিয়মিত প্রচারিত হচ্ছে। ২০১৯ বই মেলাতে তার একক কাব্য গ্রন্থ ‘রিক্ত হস্তে আসিনি’ প্রকাশিত হয়। এই বইয়ের মাধ্যমেই সে বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন সাহিত্য সংগঠনে যুক্ত হয়। লেখার জন্য ‘গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ’ হতে সম্মাননা সনদ পেয়েছে। লেখালেখির পাশাপাশি ইলিয়াস হোসেন সাংবাদিকতাও করে।

‘রিক্ত হস্তে আসিনি’ কাব্য পড়ে দক্ষিণ বঙ্গের প্রবীণ সাহিত্যিক এম, এম নজরুল ইসলাম তাকে “চৌমিত্বের কবি” উপাধি দিয়েছেন।


শর্টলিংকঃ