ছুটি শেষ কর্মচাঞ্চল্য ফিরেছে সোনামসজিদ স্থলবন্দরে


নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর ও সাধারণ আট দিন ছুটির পর রোববার আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে সোনামসজিদ স্থলবন্দরে। সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। আসছে ভারত থেকে পণ্যবাহী ট্রাক।

সোনামসজিদ স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেসবাহ বলেন , দীর্ঘ ছুটি শেষে আজ আমদানী রপ্তানি শুরু হয়েছে। বন্দরের শ্রমিক ও সংশ্লিষ্টরা ছুটির ক্ষতি পুষিয়ে নিতে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও  জানান, পবিত্র ঈদুল ফিতর ও সাধারণ ছুটির কারণে ১-৮ জুন পর্যন্ত আট দিন স্থলবন্দরের কার্যক্রম বন্ধ ছিল। আজ থেকে যথারীতি বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।


শর্টলিংকঃ