ছুরিকাঘাতে হত্যার পর কাঠমিস্ত্রির লাশ ফেলল মাঠে


বগুড়ার কাহালু উপজেলায় ছুরিকাঘাতে হত্যার পর এক কাঠমিস্ত্রির লাশ মাঠে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

নিহতের নাম আলম মণ্ডল (২৫)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের নলডুবি গ্রামের লাল চাঁনের ছেলে।

শুক্রবার বিকালে পুলিশ উপজেলার বীরকেদার ইউনিয়নের জাঙ্গালপাড়ার একটি মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের বুকে ও পিঠে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।

নিহত আলম মণ্ডল দুপচাঁচিয়ায় একটি ফার্নিচারে মিস্ত্রির কাজ করতেন। এলাকাবাসীর বরাত দিয়ে কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কাজের জন্য বের হন আলম। কাজ শেষে বাড়ির উদ্দেশে রওনা হলেও ফেরেননি। পরিবারের লোকজন তার মোবাইল ফোনও বন্ধ পান।

শুক্রবার সকালে বগুড়ার কাহালু উপজেলার জাঙ্গালপাড়ার একটি মাঠে তার রক্তাক্ত লাশ পড়েছিল।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, স্থানীয়দের খবরে শুক্রবার বিকালে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক)মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ হত্যার কোনো কারণ জানা যায়নি।

দুর্বৃত্তরা বুক ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতে আলমকে হত্যা করেছে। তবে এলাকাবাসীর ধারণা, পূর্ব বিরোধ বা নারীঘটিত কোনো কারণে প্রতিপক্ষরা আলমকে ওই মাঠে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে।


শর্টলিংকঃ