ঝড়ের কবল থেকে সন্তানদের বাঁচিয়ে চলে গেলেন মা


গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে ঝড়ের কবল থেকে সন্তানদের বাঁচাতে গিয়ে দেয়াল চাঁপা পড়ে জাহানারা বেগম (৩৭) নামের এক মা প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার সুলতানগঞ্জ রঘুনাথপুর গ্রামে  মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ঝড় শুরু হলে নিহতের বাড়ির টিনের চালা উড়ে যায়। এসময় আতঙ্কিত হয়ে সন্তানদের নিয়ে শয়নকক্ষের খাটের নিচে আশ্রয় নেন তিনি। এর কিছুক্ষণ পরে বাড়ির ইটের দেয়াল ভেঙে খাটের উপরে পড়লে গুরুতর আহত হন জাহানারা। কিছুক্ষণ পরে এলাকাবাসী জাহানারা বেগম কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত জাহানারা বেগম সুলতানগঞ্জ রঘুনাথপুর গ্রামের বাদশার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই নারীর পরিবারকে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও তার পরিবারকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। এরপরও তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

আরও পড়তে পারেন  রাজশাহীতে ১৮ সদস্য কোয়ারেন্টাইনে : পুলিশ ফাঁড়ি বন্ধ


শর্টলিংকঃ