টাঙ্গাইলে সড়কে প্রাণ হারালেন ছাত্রলীগ নেতা


টাঙ্গাইলের গোপালপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। নিহতের নাম নীরব হাসান (২২)।

সোমবার সন্ধ্যায় উপজেলার সোনামুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নীরব হাসান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি কাউয়ামারা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং সুজাত আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষের ছাত্র।

জানা যায়, নীরব হাসান সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি থেকে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। পথে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ওই মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে নীরব গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন থেকে রাতে তার মৃত্যু হয়।


শর্টলিংকঃ