টাঙ্গুয়ায় বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ


নিজস্ব প্রতিবেদক, সিলেট :

সুনামগঞ্জের তাহিরপুরে ব্যবহার নিষিদ্ধ বিপুল পরিমাণ কারেন্ট জাল ও কয়েক শতাধিক মাছ ধরার ছাঁই জব্দ করা হয়েছে। জেলা প্রশাসনের তদারকিতে থাকা সংরক্ষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওরে শনিবার বেআইনিভাবে মাছ শিকারকালে বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ এসব কারেন্ট জাল ও বাঁশের চিপ দ্বারা তৈরী মাছ ধরার চাঁইগুলো জব্দ করা হয়।

মাছ ধরার যন্ত্র
মাছ ধরার যন্ত্র

জানা গেছে, টাঙ্গুয়ার হাওরে বেআইনিভাবে অনধিকার প্রবেশপূর্বক কয়েক দল জেলে মাছ শিকার করতে গেলে টাঙ্গুয়ার হাওরে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ জাল ও ছাঁইগুলো জব্দ করেন।

পরবর্তীতে সন্ধায় এসব কারেন্টজাল ও মাছ ধরার ছাঁইগুলো জনসম্মুখে হাওরেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও অভয়াশ্রম টাঙ্গুয়ার হাওরের জলাভুমিতে এ ধরনের কারেন্ট জাল ও চাঁই ব্যবহার করে অনধিকার প্রবেশ মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ ও বেআইনি তাই জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিট্রেটগণ টাঙ্গুয়ার হাওরে বেআইনি মাছ ও পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করছেন।


শর্টলিংকঃ