ড্রেজারের পাইপে ধাক্কা, তলা ফেটে পদ্মায় ডুবল ফেরি


ইউএনভি ডেস্ক:

মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার আসার পথে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে একটি ফেরি পদ্মা নদীতে ডুবে গেছে। রোববার রাতে ডাম্ব ফেরি রাণীগঞ্জের তলায় ফাটল ধরার পর সোমবার দুপুর ১টার দিকে ফেরিটি ডুবে। ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের জন্যে বিআইডব্লিউটিএ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে ডাম্ব ফেরি রাণীগঞ্জ শিমুলিয়া ঘাট থেকে ২২টি যানবাহন নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আসার সময়ে নদী খননের ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। পরে দ্রুত ফেরিটি রাত ৪টার দিকে বাংলাবাজার ঘাটে এসে যানবাহন নামিয়ে নোঙর করে রাখা হয়। তবে ভেতরে পানি প্রবেশ করে পুরো ফেরিটি ডুবতে থাকে। পরে সোমবার বেলা ১টার দিকে পুরো ফেরিটি পদ্মায় ডুবে যায়।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ (মেরিন)-এর শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আহমদ আলী জানান, ‘অন্ধকারে ফেরিটির সঙ্গে ড্রেজারের পাইপে ধাক্কা লাগে। ফলে দ্রুত পানি উঠতে থাকে। কিন্তু ফেরির মাস্টারের দক্ষতায় বাংলাবাজার ঘাটে এনে যাত্রী ও পরিবহন নামিয়ে দেওয়া সম্ভব হয়। কিন্তু ফেরিতে ততক্ষণে পানি উঠে যায়। সোমবার দুপুরে পুরো ফেরিটি পদ্মায় ডুবে যায়। এখন উদ্ধারকারী জাহাজ দিয়ে ফেরিটি উঠানোর চেষ্টা করা হচ্ছে।’


শর্টলিংকঃ