তামাক নিয়ন্ত্রণ বিষয়ে এসিডি ও রাবি শিক্ষার্থীদের মতবিনিমিয়


নিজস্ব প্রতিবেদক:

ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন (২০০৫, সংশোধিত ২০১৩) বাস্তবায়নে ‘অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূমি আইন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে এসিডি’র সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন নিয়ে ‘গবেষণা’র অংশ হিসেবে বিভাগটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসিডি সূত্র জানায়, দুপুর পৌনে ১২টার দিকে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রকল্পের কর্মকর্তাদের বিভিন্ন্ কার্যক্রমের অভিজ্ঞতা সম্পর্কে জানেন রাবির ভূমি আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ১৪ জন শিক্ষার্থী।

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এসিডি’র বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে বিভিন্ন পাবলিক প্লেসে দেদারছে ধূমপায়ীরা ধূমপান করছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পাবলিক প্লেসে নজিরবিহীন ধূমপান হয়।

শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাবলিক প্লেসে ধূমপান বন্ধে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এসময় ‘এসিডি’র তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. শাহীনুর রহমান উপস্থিত শিক্ষার্থীদের নিকট রাজশাহীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সহযোগিতা প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে এসিডি’র মিডিয়া ম্যানেজার আমজাদ হোসেন শিমুল, প্রোগ্রাম অফিসার মো. তুহিন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ