দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত আলমগীর, হাসপাতালে ভর্তি


ইউএনভি ডেস্ক:

দুই ডোজ টিকা নিয়েও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আলমগীর। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।

ফেসবুকে তিনি লেখেন, ‘আলমগীর সাহেবের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। স্থানীয় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল খুবই আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা দিচ্ছেন। ওনার মধ্যে দারুণ স্পিরিট রয়েছে। আলহামদুলিল্লাহ্‌, তিনি এখন ভালো আছেন। তার পুরোপুরি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।’

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি করোনার টিকার প্রথম ডোজ নেন তারকা দম্পতি চিত্রনায়ক আলমগীর ও গায়িকা রুনা লায়লা। এরপর চলতি মাসের ১৭ তারিখ দ্বিতীয় ডোজটি নেন তারা। এর তিনদিনের মাথায় খবর এলো আলমগীর ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।


শর্টলিংকঃ