দুই ভাইসহ সড়কে ঝরল ৮ প্রাণ


ছয় জেলায় সড়কে ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহের ভালুকায় সহোদর, রাজশাহীতে পুলিশ কনস্টেবল, খাগড়াছড়ির রামগড়ে নারী, টাঙ্গাইলে দুই যুবক, রাজবাড়ীতে অটোরিকশা চালক ও গাইবান্ধার সাদুল্যাপুরে ট্রলির হেলপার নিহত হন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ভালুকা (ময়মনসিংহ) : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার হবিরবাড়ি এলাকায় রোববার রাতে ট্রাক-পিকআপের সংঘর্ষে সহোদর নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার মীরগঞ্জ গ্রামের নরুল ইসলামের ছেলে মনিরুজ্জমান (৩৩) ও তার ছোট ভাই জুবায়েদুল (৩০)। তারা মাছ ব্যবসা করতেন। আহতরা হলেন- নেত্রকোনার রুহুল আমিন ও মোস্তাকিন। তাদের উদ্ধার করে প্রথমে ভালুকা পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহী : বেপরোয়া বালুর ট্রাকের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন (৫০) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মহানগরীর উপকণ্ঠ চৌদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম নগরীর বেলপুকুর থানায় কর্মরত ছিলেন।

রামগড় (খাগড়াছড়ি) : রামগড়ের তৈচালায় রোববার সন্ধ্যায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খাগড়াছড়ির আলুটিলার বাসিন্দা সূর্য কিরণ ত্রিপুরার স্ত্রী জগৎমালা ত্রিপুরা নিহত ও চালকসহ ৪ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের রামগড় সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে চট্টগ্রাম মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আহতরা হলেন- মানিকছড়ির গাবমাপাড়ার আবুল হোসেনের ছেলে তামিম মাহমুদ, রামগড়ের নুর ইসলামের ছেলে সবুজ, মাটিরাংগার ওয়াছের স্ত্রী চৈইংদা ও গুইমারার হাফছড়ির আবুল হাসেমের ছেলে মোহাম্মদ তারেক। পুলিশ ট্রাক ও অটোরিকশাটি জব্দ করেছে।

টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন। সোমবার সকালে সদর উপজেলার রসুলপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে শাহ আলম হোসেন সেলিম (৪০) ও বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে মিজানুর রহমান শেখ (২৮)। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ী : সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশা চালক সেলিম মণ্ডল (৪০) নিহত হয়েছেন। তিনি খানখানাপুর ইউনিয়নের বেদন ডাঙ্গা গ্রামের আজগর মণ্ডলের ছেলে।

গাইবান্ধা : সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম-ঠুটিয়াপাকুর সড়কে সোমবার দুপুরে ইটবাহী ট্রলির ধাক্কায় হেলপার আল-আমিন মিয়া (১৮) মারা গেছেন। নিহত আল-আমিন ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ সন্তোলা গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে।


শর্টলিংকঃ