ধামইরহাটে নতুনভাবে নার্স,এমটিসহ ১২ জন করোনায় আক্রান্ত


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে নতুনভাবে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্তদের নামের তালিকা আসে। আক্রান্তদের মধ্যে রয়েছে হাসপাতালে নার্স ও এমটি (ল্যাব)।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.মো.আরাফাত ইমাম বলেন,গত ২৪ এবং ২৮ জুন তারিখে করোনা শনাক্তের জন্য ৪৮ জনের নমুনা পাঠানো হয়। বুধবার ফলাফল আসলে দেখা যায় একজন সিঙ্গাপুর ফেরতসহ ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮জন পুরুষ এবং ৪ জন মহিলা।

নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স এবং একজন মেডিকেল টেকনিশিয়ান (এমটি ল্যাব) রয়েছেন। আক্রান্তরা হোম আইসোলেশনের রয়েছেন। এ উপজেলায় বর্তমানে মোট আক্রান্ত রোগির সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন। পূর্বের আক্রান্ত দুই মহিলা হাসপাতালের আইসোলেশনের রয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৮৮ জন। এদিকে এক সাথে নতুনভাবে ১২ জন আক্রান্ত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


শর্টলিংকঃ