নাটোরে ধর্ষণের ১৪ বছর পর যাবজ্জীবন


ইউএনভি ডেস্ক:

প্রায় ১৪ বছর আগে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নারীকে অপহরণের পরে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম বুধবার আসামির উপস্থিতিতে এ রায় দেন।দণ্ডিত শ্রী দুলাল (৪৪) ওই উপজেলার চিমনাপুর এলাকার বাসিন্দা।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে রায়ে।এ ছাড়া আরেকটি মামলায় দুলালকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান জানান।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২৩ জুলাই রাতে বাগাতিপাড়া উপজেলায় এক নারীকে তার বাড়ির পাশে থেকে মুখে গামছা চেপে অপহরণ করে দুলাল।

পরে তাকে পাশের আখ ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ওই নারীর গোঙানি শুনতে পেয়ে স্থানীয়রা আসলে দুলাল পালিয়ে যায়।

পরে ২৫ জুলাই ওই নারী নিজেই বাদী হয়ে বাগাতিপাড়া থানায় ধর্ষণ মামলা করেন। এরপর আসামি দুলালকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্তকারী কর্মকর্তা বাগাতিপাড়া থানার তৎকালীন এসআই মো. আব্দুর রহিম তদন্ত শেষে ২০১১ সালের ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার দুলালকে দোষী সাব্যস্ত করে রায় দিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান বলেন, এ মামলার আরেক আসামি মো. নিজামকে খালাস দেয় আদালত।


শর্টলিংকঃ