নাটোরে স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা


ইউএনভি ডেস্ক:

নাটোরের বড়াইগ্রামে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত ওষুধ ও খাবার স্যালাইন দিতে অস্বীকৃতি জানানোয় কচুয়া কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার মেহেদী হাসান জুয়েলকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।আহত জুয়েল উপজেলার গড়মাটি গ্রামের মৃত আ. জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভিটা কচুয়া এলাকার মোস্তাক আহম্মেদ ও মোহাম্মাদ আলীসহ ৪ জন যুবক হেলথ প্রোভাইডার জুয়েলের কাছে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত ওষুধ ও খাবার স্যালাইন চায়। জুয়েল তাতে আপত্তি জানালে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।

একপর্যায়ে তারা জুয়েলকে বাটাম ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েসনের সভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল আওয়াল কবিরাজ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার এসআই সানোয়ার হোসেন জানান, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শর্টলিংকঃ