নিরাপদ ফসল উৎপাদনে দু’দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় নিরাপদ ফসল উৎপাদনের লক্ষে কৃষকদের নিয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পৃথক দু’টি ব্যাচের মাধ্যমে বুধবার উপজেলা (বিআরডিপি) হল রুমে এ কর্মশালা শেষ হয়। স্থানীয় ভাবে এ কর্মশালার আয়োজন করেন উপজেলা কৃষি বিভাগ।

মঙ্গলবার সকাল ১০ টায় বাংলাদেশ শাক-সবজি,ফল ও পান ফসলের পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির উদ্ভোবন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষন শুরু হয়। এতে দুইটি ব্যাচে ৭০ জন কৃষক প্রশিক্ষণ গ্রহন করেন। এটি শেষ হয় বুধবার বিকেলে। উক্ত সেমিনারে নিরাপদ ফসল উৎপাদনে জৈব বালাই নাশকের ব্যবহার, আম উৎপাদনে সার ব্যবহার , সেচ ও আমে ব্যগিং পদ্ধতি ব্যবহারের বিষয়ে আলোকপাত করা হয়।

পৃথক দুটি সেমিনারে উপস্থিত ছিলেন মোঃ শামসুল হক, উপ-পরিচালক,রাজশাহী, প্রকল্প পরিচালক রেজাউল ইসলাম, ফল গবেষনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আলিম, বাঘা উপজেলা কৃষি অফিসার মোঃ শফিউল্লাহ সুলতান ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আল মামুন হাসান।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রশিক্ষন শেষে ৭০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রকার সার ও কীটনাশক বিতরণ করা হয়।


শর্টলিংকঃ