‘নৌকা উন্নয়নের প্রতীক, নৌকাকে আঁকড়ে ধরুন’


বাগমারা প্রতিনিধি:

‘নৌকা উন্নয়নের প্রতীক, নৌকাকে আঁকড়ে ধরতে হবে। সুখী সমৃদ্ধশীল দেশ গঠনে আ’লীগ সরকারের বিকল্প নেই। দেশের প্রতিটি নির্বাচনে নৌকা কে বিজয়ী করতে হবে তাহলে দেশের উন্নয়ন সম্ভব। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যোগ্যরাই নেতৃত্বে আসছে।’ দ্বীপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এনামুল এমপি এসব কথা বলেন।

নৌকা

রাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে দ্বীপুর ইউনিয়ন পরিষদ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন ইউনিয়ন আ’লীগ। উক্ত সম্মেলনে সর্বসম্মতি ক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ প্রামানিক, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আব্দুস সাত্তার মাস্টার।

দ্বীপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এমপি এনামুল হক বলেছেন, দলের পরিচয় দিয়ে কেউ যদি ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কারণ আ’লীগের সংগঠণ জাতির জনকের তৈরি সংগঠন। তাই ব্যক্তি স্বার্থে দলের স্বার্থকে বিসর্জন করা যাবে না। ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ফলে দলকে গতিশীল করা হচ্ছে। তৃণমূল আ’লীগে ছাড়া সংগঠনের চলে না। তৃণমূল আ’লীগকে সুসংগঠিত করতে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ত্রি-বার্ষিক এই সম্মেলন তৃণমূল আ’লীগকে গতিশীল করবে।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, বড়বিহানালী ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আহ্বায়ক, উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদ হারুনার রশীদ,চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল, সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র ভৌমিক।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সামসুল হক, চেয়ারম্যান আসলাম আলী আসকান, আনোয়ার হোসেন, আজাহারুল হক, জেলা আ’লীগের সাবেক সদস্য জাহানারা বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা আতাউর রহমান, আব্দুর রউফ প্রমুখ।

উক্ত কাউন্সিলে উপজেলার, ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে দ্বীপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রথমে সম্মেলন স্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক সাদা পায়রা এবং বেলুন ছেঁড়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ।

আরও পড়তে পারেন শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ ফিরেছে বাংলাদেশে


শর্টলিংকঃ