পদ্মা সেতুর পাশেই জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে: আইনমন্ত্রী


ইউএনভি ডেস্ক:

পদ্মা সেতুর পাশেই ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

পদ্মা সেতুর পাশেই জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে: আইনমন্ত্রী

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগ প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন।

আইনমন্ত্রী বলেন, পদ্মা সেতুর পাশেই শিবচরে খুব সুন্দর নান্দনিক জায়গা পাওয়া যাচ্ছে। এখানেই ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি এখানে যুগ্ম জজ আদালতও স্থাপন হবে। আজ সেই জমি পরিদর্শন করলাম।

শুক্রবার মাদারীপুরের শিবচর পৌরসভার কেরানীরবাটে প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির জায়গা পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী তার সঙ্গে ছিলেন।এদিন আইনমন্ত্রী দত্তপাড়ায় মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে দত্তপাড়ায় নবনির্মিত মসজিদ, পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়াম, দাদা ভাই পৌর সুপার মার্কেট, চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমি ও মুক্তমঞ্চ, প্রেস ক্লাব, লালন মঞ্চ, রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন উন্নয়নচিত্র পরিদর্শন করেন।

এ সময় মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শংকর ঘোষ উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ