পাবনায় ১০৩ টাকায় পুলিশে চাকুরী পেলেন ১৫১ জন


কলিট তালুকদার, পাবনা:
পাবনা শহরের দীনা বিউটি পার্লারের গার্ড জালাল উদ্দিন। কখনও ভাবতে পারেনি মাত্র একশত টাকা ব্যাংকড্রাফ আর তিন টাকার ফর্ম এর মাধ্যমে মেয়ে সরকারী চাকুরী পাবে। শুধু জালাল উদ্দিনই নয় শহরের লস্করপুরের বাসিন্দা অটোরিক্সা চালক আয়নাল হক, ভাঙ্গুড়া উপজেলার অটোরিক্সা চালক আবু বক্কর,আতাইকুলা থানার বাবাহারা সুমাইয়ার মত বহু মেধাবী ও হতদরিদ্র পরিবারের সন্তান সহ পুলিশের কনষ্টেবল পদে চাকুরী পেলেন পাবনার ১৫১ জন মেধাবী ছেলে মেয়ে।


মঙ্গলবার বিকেলে চুড়ান্তভাবে এই ১৫১ জনকে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে গত ৩ জুলাই পাবনা পুলিশ লাইন মাঠে ২ হাজার ৯৮৭ জন চাকুরী প্রার্থী হিসাবে দাঁড়ান। প্রাথমিক যাচাই শেষে ১ হাজার ৭৫ জন কে মনোনয়ন করা হয়। সর্ব শেষ চুড়ান্ত ভাবে মেধার ভিত্তিতে ১৫১ জনকে হিসাবে বাছাই করা হয়।

নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (বিপিএম,পিপিএম), বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল (পিপিএম)( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ও নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার।


শর্টলিংকঃ