পুঠিয়ায় অবৈধ ক্লিনিক সিলগালা; মালিকের জেল


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় চিকিৎসা দেয়ার নামে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করার অভিযোগে অবৈধ ক্লিনিক সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ওই ক্লিনিক মালিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার বানেশ্বর এলাকায় পুস্প ডায়গনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমা আক্তার।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত লাইসেন্স ছাড়াই ক্লিনিক স্থাপন করে চিকিৎসার নামে ব্যবসা করে আসছে ওই এলাকার রবিউল ইসলাম নামের এক ব্যাক্তি।

এতে করে বে-সরকারী ক্লিনিক ও ল্যাকরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর সংশ্লিষ্ঠ ধারায় ওই ডায়গনস্টিক সেন্টার এন্ড ক্লিনিককে সীলগালা করা হয়েছে। পাশাপাশি ক্লিনিক মালিক রবিউল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


শর্টলিংকঃ