পুঠিয়ায় বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি


পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছেন।


‘ভ্যাকসিন হিরোর সম্মান, স্বাস্থ্য সহকারীদের অবদান’ শ্লোগানে বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের পুঠিয়া শাখার ব্যানারে মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা এ কর্মবিরতি পালন করেন। আর দাবি পূরণে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা দেন।

তাদের দাবি, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণ করে অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।


শর্টলিংকঃ