‘পুলিশরাই দেশের মানুষের সর্বোত্তম সেবক’


নিজস্ব প্রতিবেদক:

‘আমি প্রিন্সিপাল, কলমের খোঁচায় ১৮ কোটি মানুষের সম্পদ চুরি করতে পারি। যখন মনে হবে যে আমার মৃত্যু হবে না! পুলিশ কেবলমাত্র মানুষ নয়। পুলিশরাই দেশের মানুষের সর্বোত্তম সেবক, এটা সবসময় মনে রাখতে হবে’

বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহী অতিরিক্ত আইজিপি এনডিসি, পিএইচডি মোহাম্মদ নাজিবুর রহমান
বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহী অতিরিক্ত আইজিপি এনডিসি, পিএইচডি মোহাম্মদ নাজিবুর রহমান

নবীন পুলিশ সদস্যদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহব্বান জানিয়ে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহী অতিরিক্ত আইজিপি এনডিসি, পিএইচডি মোহাম্মদ নাজিবুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্যে এসব কথা বলেন।

আজ সোমবার ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে শিক্ষানবিস ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ২০১৯ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত আইজিপি।

আরও পড়ুন: আ’লীগ উন্নয়ন করে আর বিএনপি-জামায়াত দেশকে পিছনে নেয়: শিক্ষামন্ত্রী

৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করেন ৬২৪ জন টিআরসি। বিভিন্ন বিষয়ে শেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে প্রশিক্ষণে বেস্ট একাডেমিক পুরস্কার টিআরসি ১১১ শান্ত রহমান, ফিজিক্যাল ট্রেনিং- এ টিআরসি ১৩১ মাহমুদুন নবী মিথুন, প্যারেডে টিআরসি ৩১৮ আহসান হাবীব, অস্ত্র চালনায় টিআরসি ২৮৪ মঞ্জুরুল ইসলাম, সাঁতারে টিআরসি ৪৩৪ সাইফুল ইসলাম এবং আন- আর্মড কমব্যাট টিআরসি ৪২৮ আবু জাহিদের হাতে পদক প্রদান করা হয়।

বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা
বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা সহকারী পুলিশ সুপার বিপিএ ইয়াকুব আলী প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ভাইস প্রিন্সিপাল( ডিআইজি) এনডিসি পিপিএম মোহাম্মদ আব্দুল্লাহেল বাকী, বিপিএম এনডিসি ডিআইজি আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত ডিআইজি লোকমান হাকিমসহ একাডেমির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক ব্যক্তি, বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ