ফুল আর ভালোবাসায় সিক্ত হলেন রাসিক মেয়র লিটন


নিজস্ব প্রতিবেদক:

নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ফুল আর ভালোবাসায় সিক্ত হলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান মেয়র খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় খুশি-আনন্দিত ও উচ্ছ্বাসিত পুরো রাজশাহীবাসী।


আজ শুক্রবার বিকেলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মেয়র খায়রুজ্জামান লিটনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয়। আয়োজনস্থলে মেয়র পৌছানোর আগেই জমায়েত হয় অগনিত নেতাকর্মীসহ সাধারণ মানুষ। আয়োজনস্থলে মেয়র খায়রুজ্জামান লিটন পৌছালে উচ্ছ্বাস প্রকাশ করেন সমাগত মানুষেরা। বরণ করেন নেন প্রিয় নেতাকে।

এরপর মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মেয়র খায়রুজ্জামান লিটন। প্রথমে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র লিটনকে বড় ফুলের মালা পরিয়ে দেন মেয়রপত্ন ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এরপর একে এক মতিহার, বোয়ালিয়া, শাহ মখদুম, রাজপাড়া থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। এরপর মহানগরী ৩০টি ওয়ার্ডের নেতাকর্মী, মহানগর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, রাজশাহী মহানগর শ্রমিকলীগ, রেলওয়ে শ্রমিকলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, রাজশাহী কলেজ ছাত্রলীগ, রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও পরিচালকবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ, ফিল্ম সোসাইটি, হিন্দু বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদসহ নানা সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ।


এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা মোঃ নওশের আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নিঘাত পারভিন, মোস্তাক হোসেন, রেজাউল ইসলাম বাবুল, নাঈমুল হুদা রানাসহ মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, সকল থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


শর্টলিংকঃ