ফেইসবুকে এলো নোটিফিকেশন বন্ধ রাখার ফিচার


ইউএনভি ডেস্ক:

পুশ নোটিফিকেশন বন্ধ করতে ‘কোয়াইট মোড’ নামে একটি ফিচার এনেছে ফেইসবুক।তারা ফিচারটির ঘোষণা দেয় ফেইসবুক নিউজরুমে।

 

ফেইসবুকে এলো নোটিফিকেশন বন্ধ রাখার ফিচার

ফিচারটির মাধ্যমে কতো সময় পর পর নোটিফিকেশন দেখানো হবে তা নির্ধারণ করে দিতে পারবেন ব্যবহারকারীরা।কাজের সময় নোটিফিকেশন চেক করতে গিয়ে অনেকের সময় নষ্ট হয়। বাসা থেকে কাজের সময় যাতে মনোযোগ নষ্ট না হয় তা নিশ্চিতেই ফিচারটি যুক্ত করেছে ফেইসবুক।

তারা জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী কোয়াইট মোড অন বা অফ করা যাবে। যেমন ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিসের কাজ চলাকালীন সময় নোটিফিকেশন অফ রাখা যাবে। অফিস টাইমের পরই কেবল নোটিফিকেশন চাইলে সে অনুযায়ী সময় নির্ধারণ করা যাবে।

কোয়াইট মোড কন্ট্রোলের জন্য ‘ইয়োর টাইম অন ফেইসবুক’ নামে আলাদা একটি সেকশন থাকবে। দিনে কতো সময় ফেইসবুকে ব্যয় হচ্ছে সেখানে তা চার্ট আকারেও দেখতে পাবেন ব্যবহারকারীরা।


শর্টলিংকঃ