বন্দরে দুই সাপের লড়াই ঠেকাতে প্রাণ গেল স্যানিটারি মিস্ত্রীর


ইউএনভি ডেস্ক:

নারায়ণগঞ্জের বন্দরে দুই সাপের লড়াই ঠেকাতে গিয়ে প্রাণ গেল জামাল মিয়া (৫০) নামে এক স্যানিটারি মিস্ত্রী। বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুমদী বিলে রোববার এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার মৃত মরণ আলী বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, স্যানিটার মিস্ত্রী জামাল মিয়া রোববার বন্দরের বুরুমদী এলাকার একটি বিলে কাজ করতে যান। এ সময় বিলের মধ্যে একটি বিষধর সাপ ও গুইসাপের মধ্যে লড়াই চলছিল। তিনি ঢিল ছুড়ে দুই সাপের মধ্যে লড়াই থামাতে চেষ্টা করেন।

এ সময় বিষধর সাপ তাকে আক্রমণ করে এবং দংশন করে। বিষাক্ত সাপের ছোবলে তিনি ঢলে পড়েন। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় জামাল মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামাল মিয়ার মৃত্যুর খবর পেয়ে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজন তাকে একনজর দেখতে ঘারমোড়া এলাকায় ভিড় জমান।


শর্টলিংকঃ