বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় প্রধানমন্ত্রীর ত্রাণ পেলো ১ হাজার অসহায়


বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ১ হাজার দুস্থ অসহায় এবং গরীব মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ত্রাণ সহায়তা প্রদান করেন, বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

মঙ্গলবার সকাল ১০ টায় ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় খাদ্য সমস্যায় পড়ে এই সকল লোকজন। এই সংকটে কেউ যে না খেয়ে থাকে সে কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ সহায়তা প্রদান করছেন।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কাউন্সিলর হাচেন আলী প্রমুখ।


শর্টলিংকঃ