বাগমারায় বাল্য বিবাহ রোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং ইন পারসন্স (বিসি/টিআইপি) প্রোগ্রাম এর অংশ হিসেবে ইউএসএআইডি ও উইনরক এর সহযোগীতায় এবং সচেতন রাজশাহী এনজিও এর উদ্যোগে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

স্কুল ম্যানেজিং কমিটি, গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় সংগঠন, সামাজিক সংগঠন ও সাংবাদিকদের অংশগ্রহনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ ওরিয়েন্টেশনের শুভ উদ্বোধন করেন। বাল্য বিবাহের বিভিন্ন দিক নিয়ে উম্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সচেতন এনজিও’র প্রোগ্রাম অফিসার মোসাঃ রোকসানা পারভীন, শিরিন ইসলাম ও নজরুল ইসলাম, ভবানীগঞ্জ ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ জিল্লূর রহমান।

ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিশির কুমার উপাধ্যায়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. রুহুল ইসলাম, বেসরকারী সংস্থা ডাসকোর প্রজেক্ট অফিসার সবিতা বুলবুলি মল্লিক, ঠেঙ্গামারা মহিলা সমবায় সমিতির শাখা ব্যবস্থাপক মোশারফ হোসেন, আইডিএফ এর শাখা ব্যবস্থাপক ফজলুল হক, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকার, সাধারন সম্পাদক রাশেদুল হক ফিরোজ, ভবানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি নাজমুল, সংরক্ষিত নারী আসনের সদস্য কুসুম বিবি, হাসিনা বেগম, ফাইমা বিবি প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন, স্থানীয় সংগঠন ও সংবাদ কর্মীরা অংশ গ্রহন করেন।


শর্টলিংকঃ