বাগমারার বাসুপাড়ায় ৩ ও ৪ নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নে ৩ ও ৪ নং ওয়ার্ডে আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তৃণমূল পর্যায় থেকে আ’লীগকে সুসংগঠিত করতে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার সকালে ওয়ার্ড আ’লীগের ত্রি-বাষিক সম্মেলন উপলক্ষে দ্বীপনগর কলেজে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ৪ নম্বর ওয়ার্ডে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হাতি প্রতিকে ২৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মকবুল হোসেন। তার নিকটতম প্রার্থী আলতাফ হোসেন মোরগ প্রতিকে পেয়েছেন ১৩০ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতিকে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আফজাল হোসেন। তার নিকটতম প্রার্থী আব্দুস সালাম চেয়ার প্রতিকে পেয়েছেন ১২৯ ভোট।

বিকেলে ৩ নং ওয়ার্ডের মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছে। জাহাঙ্গীর আলম মোরগ প্রতিকে ১৭২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী হাতি প্রতিকে সিদ্দিকুর রহমান পেয়েছেন ৫২ ভোট। অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাজেদুর রহমান।

বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের দলীয় সম্মেলনে দায়িত্ব প্রাপ্ত আহ্বায়ক শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম সম্পাদক মকবুল হোসেন, সদস্য উপাধ্যক্ষ আব্দুল বারীক, আলী হাসান, আ’লীগ নেতা, জয়নাল আবেদীন, বাবুল আকতার, পলাশ, আশিকুর রহমান সজল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ। এ সময় ইউনিয়ন আ’লীগের কার্যকরী কমিটির সদস্য সহ প্রতিটি ওয়ার্ড আ’লীগ ও সহযোগি সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


শর্টলিংকঃ