বাগমারায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের সনদপত্র বিতরণ


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)র প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেন সমতা নারী কল্যাণ সংস্থা (এসএনকেএস)। আজ সোমবার বেলা ১১ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো রাজশাহী।

বাগমারায় সাক্ষরতা প্রকল্পের সনদপত্র বিতরণ
বাগমারায় সাক্ষরতা প্রকল্পের সনদপত্র বিতরণ

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলিক সাক্ষরতা প্রকল্পের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার ইয়াসমিন ইসলাম, সমতা নারী কল্যাণ সংস্থা (এসএনকেএস) এর উপজেলা প্রোগ্রাম কো- অর্ডিনেটর বাবুল আক্তার, প্রকল্পের শিক্ষক আব্দুল হান্নান, রেবেকা সুলতানা প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)র দুটি কেন্দ্রের ৩০ জন নারী এবং ৩০ জন পুরুষের মাঝে
সনদপত্র বিতরণের মধ্যে দিয়ে সনদপত্র বিতরণের উদ্বোধন করা হয়। ২০১৮ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ১৬ জুন পর্যন্ত উক্ত প্রকল্পের আওতায় উপজেলার ১৮ হাজার নারী-পুরুষকে সফল ভাবে সাক্ষরতা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।


শর্টলিংকঃ