রাবিতে বঙ্গবন্ধু আন্তঃছাত্রী হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু অন্তঃছাত্রী হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার শেখ কামাল স্টেডিয়ামে সকালে তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

রাবিতে বঙ্গবন্ধু আন্তঃছাত্রী হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
রাবিতে বঙ্গবন্ধু আন্তঃছাত্রী হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

উদ্বোধন শেষে উপাচার্য শিক্ষার্থীর উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা মানে সার্টিফিকেট অর্জন করা না। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের কো-ক্যারিকুলামে অংশ নিতে হবে। মেয়েদের ক্ষেত্রে এর ভিন্নতা নেই। তারা চাইলেই এখন যেকোনো সেক্টরে কাজ করতে পারে। নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারে। এখন মেয়েরা তাদের যোগ্যতাবলে অবস্থান পরিবর্তন করতে পারছে।

প্রতিযোগিতার আহ্বায়ক এবং রোকেয়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোর্বারা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

এছাড়াও অন্যদের মধ্যে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, মন্নুজান হল প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিনা ইয়াছমিন, রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রুকসানা বেগম, তাপসী রাবেয়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিনা সুলতানা, বেগম খালেদা জিয়া হল প্রাধ্যক্ষ ড. মাহবুবা সরকার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল প্রাধ্যক্ষ অধ্যাপক শর্মিষ্ঠা রায় এবং শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আছাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ