বাগামরায় বেকার নারীদের কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল হতে বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বেকার নারী জনগোষ্ঠিকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করাই এই প্রকল্পের উদ্দেশ্যে।

বাগামরায় নারী কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ
বাগামরায় নারী কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ

বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৬৬ জন বেকার নারীর মাঝে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।


শর্টলিংকঃ