বাঘায় দিন দুপুরে ভাড়া বাড়িতে চুরি


বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় উপজেলা সদরে দিন দুপুরে ভাড়া বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ির গ্রেটের তালা কেটে উপজেলা সদরে জিএম ভবনের দ্বিতীয় তলার দুইটি ভাড়া বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় দুই বাড়ির কোন লোকজন ছিল্রোনা। এ ঘটনায় পলাশ হোসেন বাদি হয়ে বাঘা থানায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ করেন।

জানা যায়, দুইজন বাড়ির ভাটাটিয়া পলাশ হোসেন পেশায় একজন সরকারি চাকরিজীবি ও মশিউর রহমান রাসেল কেবল নেটওয়ার্কের কাজ করেন। তারা দু’জনই উপজেলার সদর এলাকার মুনজুরুল হকের জিএম ভবনে ভাড়া থাকেন। পেশাগত দায়িত্ব পালনে সকালে তারা বাড়িতে তালা লাগিয়ে নিজ নিজ কাজে যান। পলাশ হোসেন বেলা ২টার দিকে বাসায় ফিরে দেখেন বাড়ির গ্রেটের তালা কাটা। ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন ড্রয়ারে রাখা বিশ হাজার টাকা ও এক ভরি ওজনের সোনার চেইন নাই। এছাড়া রাসেলের বাড়িতে একই কায়দায় চুরি হয়েছে।

এ বিষয়ে রাসেলের স্ত্রী জাকিয়া সুলতানা টুম্পা জানান, সপ্তাহ খানেক আগে আমার স্বামী চিকিৎসার জন্য ভারতে গিয়েছে। বাড়িতে তালা লাগিয়ে রমজানের শেষ সপ্তাহ থেকে বাবার বাড়িতে আছি।মোবাইল ফোনে পাশের বাসার লোকজনের মাধ্যমে চুরির খবর পেয়ে বাড়িতে এসে দেখি চুরি হয়েছে। তিনি দাবি করে বলেন, ঘরে রাখা নগদ টাকাসহ দেড়ভরি ওজনের স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

অপর দিকে বলিহার গ্রামের ধীরেন্দ্রনাথের বাড়িতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে জোর পূর্বক লুটপাটের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে স্থানীয় কিছু লোকজন জড়িত বলে রয়েছে বলে এক সূত্রে জানা গেছে। তবে পূর্ব শত্রু জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বাঘা থানার উপ-পরিদর্শক এসআই মুনসুর রহমান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে চুরির রহস্য উদঘটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াা হবে। বাঘা থানার উপ-পরিদর্শক এসআই মানিক জানান, বলিহারে ঘটনা জানার পর ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে না যাওয়া পর্যন্ত কিছুই বলতে পারছিনা।


শর্টলিংকঃ