বিশ্বের জনসংখ্যাকে ছাড়াল মোবাইলের সংখ্যা


ইউএনভি ডেস্ক :

বিশ্বের জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে সচল থাকা মোবাইল ফোনের সংখ্যা। এ তথ্য দিয়েছে, জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন (আইটিইউ), ওয়ার্ল্ড ব্যাংক ও জাতিসংঘ।

বিশ্বের জনসংখ্যাকে ছাড়াল মোবাইলের সংখ্যা
ছবি : প্রতীকী

২০১৫ থেকে ২০১৬ সালের কোনো এক সময় বিশ্বের জনসংখ্যা ও মোবাইল ফোনের সংখ্যা এক হয়ে যায়। ২০১৬ সালের পর জনসংখ্যাকে অতিক্রম করে মোবাইল ফোনের সংখ্যা।

তবে জনসংখ্যাকে সংখ্যায় অতিক্রম করার মানে এই নয় যে পৃথিবীর সব মানুষ একটি করে ফোনের মালিক। বিশ্বের জনসংখ্যা এখন ৮০০ কোটি। এর মধ্যে ১১০ কোটি মানুষ বিদ্যুৎ সংযোগ পায় না। অর্থাৎ ফোন চার্জ দেওয়ার উপায় নেই তাদের। তাই মোবাইলও ব্যবহার করতে পারে না তারা।

আবার জনসংখ্যার একটি বিশাল অংশ এখনো শিশু। তাই তাদের কাছেও ফোন নেই।

অন্যদিকে, কিছু মানুষের একটির অধিক ফোন আছে। অনেকেই আছেন যারা কর্মক্ষেত্র ও ব্যক্তিগত কাজের জন্য আলাদা আলাদা ফোন ব্যবহার করেন। তাই মোবাইল ফোনের সংখ্যা বাড়লেও মালিকানা সেই হারে বাড়েনি।

আইটিইউয়ের দেওয়া হিসেব অনুযায়ী, ২০১৮ সালে মোবাইল ব্রডব্যান্ড সাবস্ক্রিপশনের সংখ্যা ছিলো ৫২৮ কোটি। এর মধ্যে ২৩৮ কোটি (৪৫ শতাংশ) ব্যবহারকারী প্রত্যেক মাসে তাদের ফোন থেকে ফেইসবুক ব্যবহার করে।


শর্টলিংকঃ