ভাঙ্গুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কর্তনের অভিযোগ


মানিক হোসেন, ভাঙ্গুড়া(পাবনা):

পাবনার ভাঙ্গুড়ায় নিয়মনীতির তোয়াক্কা না করে টেন্ডার ছাড়াই সরকারি জায়গার বটগাছ কেঁটে ফেলার অভিযোগ উঠেছে উপজেলার খাঁনমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুর রহমানের বিরুদ্ধে। এদিকে ব্যবসায়ী ও সচেতনমহল বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার খাঁনমরিচ ইউনিয়নের ময়দানদীঘি বাজারের মধ্যে একটি বটগাছ কেঁটে ফেলে রাখা হয়েছে। যার অনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা। খোঁজ নিয়ে জানা গেছে, এই বটগাছটি ময়দানদীঘি গ্রামের মৃত ছকের দফাদারের ছেলে আব্দুল আজিজের কাছে বিক্রয় করেন ইউপি চেয়ারম্যান আছাদুর রহমান।


গাছ কাটার বিষয়টি স্বীকার করে খাঁনমরিচ ইউপি চেয়ারম্যান মোঃ আছাদুর রহমান বলেন, বাজার উন্নয়নের জন্য চার তলা ভবন একটি মার্কেট নির্মাণ করা হবে। তাই গাছটি কাঁটা হয়েছে। এ ব্যাপারে ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বলেন, সরকারি জায়গার গাছ কাটার নিয়ম নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শর্টলিংকঃ