ভ্যাকসিন নেয়ার তথ্য থাকবে অ্যাপে


ইউএনভি ডেস্ক:

বিশ্বের অনেক দেশেই কোভিড-১৯ এর ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।যারা টিকা নিয়েছেন তাদের নিয়ে ডেটাবেস তৈরির উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট, ওরাকল ও সেলসফোর্স।

ভ্যাকসিন নেয়ার তথ্য থাকবে অ্যাপে

এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ভ্যাক্সিনেশন ক্রেডেনশিয়াল ইনিশিয়েটিভ (ভিসিআই)। এর আওতায় তৈরি করা হবে ‘হেলথ ওয়ালেট’ অ্যাপ।এই অ্যাপে ভ্যাকসিন নেওয়ার ভেরিফাইড তথ্য থাকবে। এছাড়াও, থাকবে টিকা নেওয়া ব্যক্তিদের নাম পরিচয়। যাদের স্মার্টফোন নেই তাদেরকে কিউআর কোড স্ক্যানসহ একটি পেপার দেওয়া হবে।

জীবনকে ধীরে ধীরে স্বাভাবিক করতে এই অ্যাপে রাখা তথ্য কাজে আসবে। যেমন কর্মক্ষেত্র, স্কুল ও বিনোদন কেন্দ্রে যেতে এই তথ্য দেখানোর প্রয়োজন পরবে। তবে যারা টিকা নেননি বা এখনও নিতে পারেননি তারা বৈষম্যের শিকার হবেন বলে সতর্ক করেছে মানবাধিকার সংস্থাগুলো।

ইতোমধ্যে যুক্তরাজ্যে ভ্যাকসিন নেওয়া রোগীদের মেডিকেল রেকর্ড রাখার কাজ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছে ইমিউনিজেশন ইনফরমেশন সিস্টেম (আইআইএস)। সেখানে সব অঙ্গরাজ্যের টিকা নেওয়া রোগীদের ডিজিটাল রেকর্ড রাখা হচ্ছে।


শর্টলিংকঃ