মাদকাসক্ত পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার নির্দেশ আইজিপির


নিজস্ব প্রতিবেদক:

মাদকাসক্তে সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী পুলিশ লাইনে নারী ব্যারাক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

সাংবাদিকের সঙ্গে কথা বলছেন আইজিপি ড. জাবেদ পাটোয়ারী

 

আইজিপি বলেন, পুলিশের যে সদস্যের আচার-ব্যবহার ও অন্যান্য লক্ষণ দেখে সন্দেহ হলেই ডোপ টেস্টের মুখোমুখি হতে হবে। এজন্য পুলিশের সকল ইউনিট প্রধানকে এরই মধ্যে নির্দেশ দেয়া হয়েছে।

 

তিনি বলেন,  পুলিশে অভ্যন্তরীণ সংস্কার চলছে। জনগণের সেবা নিশ্চিত করতে সব সময় কাজ করছে।  আইনী সেবা বা সহায়তা পেতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়  সে বিষয়েও সজাগ থাকতে বলা হয়েছে।

সাংবাকিদের এক প্রশ্নের জবাবে আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বলেন,  পুলিশের আভ্যন্তরীণ সেবাও বাড়ানো হয়েছে। যখন যে ইউনিট প্রয়োজন অনুযায়ী চাহিদা পাঠাবে তা নিয়মের মধ্যে পড়লে অবশ্যই পুরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ।

এর আগে পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন করেন আইজিপি পত্নী হাবিবা জাবেদ।

 


শর্টলিংকঃ