মান্দায় নদী সংস্কারের অতিরিক্ত মাটি বিক্রয় বন্ধের দাবীতে মানববন্ধন


কাজী কামাল হোসেন,নওগাঁ:

নওগাঁ মান্দায় নুরুল্যাবাদ ফকিন্নি নদী সংস্কারের অতিরিক্ত মাটি বিক্রয় বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার জোতবাজার ত্রিমহনী শেখ সাহাজান আলী ফটিক সেতুর উপরে ঘন্টাব্যপী মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

স্থানীয় কৃষক আঃ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, নুরুল্যাবাদ ত্রিমহনী ফকিন্নি নদী সংস্কারের অতিরিক্ত মাটি শুধু মাত্র ক্ষতিগ্রস্তকৃষক বাগান তৈরিসহ নিজদের কাজে ব্যবহার করতে পারবেন বলে উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছিল।

জমি অধিগ্রহণের অর্থ কৃষকদের না দিয়ে ফকিন্নি নদীর খনন কাজ শেষে অতিরিক্ত মাটি জমার জমিতে রাখায় চলতি বোরো মৌসুমে কৃষকের ফসলের ব্যপক ক্ষতি হয়েছে ।

এদিকে উপজেলা প্রশাসন থেকে অথচ হঠাৎ করে বলা হচ্ছে অতিরিক্ত মাটি লিজ দেওয়া হবে।কর্তৃপক্ষের এমন সিন্ধান্ত জনগনের জন্য ক্ষতিকরক্ষ তিগ্রস্ত কৃষকের মাঝে অতিরিক্ত মাটি বন্টন করে জমির ক্ষতিগ্রস্থের হাত থেকে রক্ষার দাবী জানান মানববন্ধন কারীরা।

এসময় উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, আ. সামাদ, আবু জাফর, নমির উদ্দিন, জমির উদ্দিন, মোতাহার হোসেন, একরামুল হক, জব্বার প্রমুখ।


শর্টলিংকঃ