মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অর্ণা জামানের শ্রদ্ধা


নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক সহ সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। বুধবার সকালে রাজশাহী মহানগর ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তিনি মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতৃবৃন্দ। এরপর দুপুর ১২ টার দিকে ডা: আনিকা ফারিহা জামান অর্ণা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ডা. অর্ণা জামান বলেন, ঐতিহাসিক মুজিব নগর দিবস মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। আজকের এইদিনে শপথ গ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এই সরকারের নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের মাতৃভূমি স্বাধীন হয়। রাষ্ট্রী‍য়ভাবে মুজিব নগর দিবস পালনের উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

তিনি আরো বলেন, এ দিবসটি পালনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠন ও শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী আরো বেশি উৎসাহী হয়ে কাজ করার অনুপ্রেরণা পাবে।এসময় উপস্থিত ছিলেন রাবি ছাত্রলীগ শাখার সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ অনন্য নেতৃবৃন্দ।


শর্টলিংকঃ