মুজিববর্ষ উপলক্ষে নিটোর ও বৌদ্ধবিহারে গাছ লাগালো আ. লীগ


ইউএনভি ডেস্ক:

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে মুজিববর্ষে সারাদেশ ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটি। 

এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ জুলাই) রাজধানীর বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। বাড্ডায় বৌদ্ধ বিহারে বৃক্ষরোপণ করেন তিনি।

এর আগে আগে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বৃক্ষরোপণ করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। সেখানে চন্দন নাগলিঙ্গম, নীল কৃষ্ণচূড়াসহ ফলজ-বনজ-ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

প্রসঙ্গত, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তার নেতৃত্বাধীন উপ-কমিটি সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম পরিচালিত করছে।


শর্টলিংকঃ