মোংলা ইপিজেডে সুতার কারখানায় আগুন


ইউএনভি ডেস্ক:

মোংলা ইপিজেডে ‘গোয়ান জিয়াম’ নামে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। মোংলা ইপিজেড কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার (জিএম) মো. মাহাবুব আলম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর ৬টার দিকে ইপিজেডের ‘গোয়ান জিয়াম’ সুতার কারখানার তুলার গোডাউন থেকে এই আগুনের সূত্রপাত। এর পরই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ইপিজেড, নৌবাহিনী, মোংলাবন্দর কর্তৃপক্ষ ও বাগেরহাটসহ চারটি ইউনিট। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসছে না বলে জানায় ইপিজেড কর্তৃপক্ষ।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটি নির্ণয় করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

এ ঘটনায় ইপিজেড কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের দুটি তদন্ত কমিটি করা হবে বলে জানান জিএম মাহাবুব আলম সিদ্দিক। ইপিজেডের ‘গোয়ান জিয়াম’ কারখানায় সাত চীনা নাগরিক ও বাংলাদেশের ৮০ শ্রমিক কাজ করেন।


শর্টলিংকঃ