মৌসুমী মম’র কবিতা


 

ফিরে আসবো

মৌসুমী মম

ভাঙছে ব্যথার পাহাড় বুকে
ওরা শুনবে বলে উৎসুক
থামে না রোদন
বর্ণহীন আঁখিজল দেয় বেদনা
শান্তির বারিধারা কোথাও বহে না।

কত প্রভাতে সূর্য হাসে না
কত শত ফুল ফোটে না
কত দিন ভোরের শিশির
করে না খেলা
বসে না প্রজাপতির মেলা
কত দিন আসে না বাবুই পাখি
কি করে মন তোকে ধরে রাখি?

পূর্ণিমা নিশির শোণিতাক্ত প্রহর
গুণছি ভাবছি অবিরত
আমি আসবো হতে সহর
তোমরা দাও বাধা যত।

শতাব্দীর রুদ্ধদ্বারে বন্দীত্বের শিকল ভাঙতে
জীবিত কঙ্কাল কাফন পরে
বিলুপ্ত প্রত্যাশা শক্তি করে
শিরায় শিরায় কম্পিত হতে
শোণিত উচ্ছাসি মন্ত্র বক্ষ পিঞ্জরে
বিদ্রোহী হয়ে ঝংকারে ঝংকারে
বজ্রের আরাবে নির্ঘোষিয়া স্বরে বেজে উঠতে।

পৃথিবীর দূর্গম ভেদাভেদ প্রাচীর ভাঙতে
শোষকের শোষণ রুখতে
অবহেলিতের অন্তর তৃষা মেটাতে
রিক্ত প্রাণে পূণ্যের আশ্বাস আনতে
ভাঙতে পাষাণ প্রাচীর
ফিরে আসবো আমি বারে বারে।


শর্টলিংকঃ