যুক্তরাজ্য থেকে আসা করোনাক্রান্ত ২৮ যাত্রীর ১ দিনেই নেগেটিভ ২৫ জন!


ইউএনভি ডেস্ক:

যুক্তরাজ্য থেকে সিলেট আসা ২৮ যাত্রীর সোমবার করোনা সংক্রমণ ধরা পড়ার পর মঙ্গলবার অন্য একটি ল্যাবে ২৫ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে।

সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সোমবার বেসরকারি সংস্থা সীমান্তিকের আরটিপিসিআর ল্যাবে করোনা পজিটিভ রিপোর্ট আসে যাত্রীদের। কিন্তু এদের কারো মধ্যে কোন উপস্বর্গ না দেখা দেওয়ায় ফের পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার সকালে তাদের নমুনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের আরটিপিসিআর ল্যাবে পাঠানো হলে পরীক্ষা শেষে ২৫ জনের নেগেটিভ রিপোর্ট আসে।

বিষয়টি নিয়ে আগামীকাল জরুরি বৈঠক রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত গত ২১ জানুয়ারি সিলেটে আসা ১৫৭ যাত্রীর ৪ দিনের কোয়ারেন্টিন শেষ হয় সোমবার। শেষ দিনে তাদের করোনা পরীক্ষা করা হলে ২৮ জনের পজেটিভ রিপোর্ট আসে। সোমবার রাতেই তাদের কোভিড হাসপাতালে কড়া নিরাপত্তায় স্থানান্তর করা হয়।


শর্টলিংকঃ