রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত


নিজস্ব প্রতিবেদক :

বিনা খরচে সরকারি আইনী সেবার বার্তা তৃণমূলে ছড়িয়ে দিতে নানা আয়োজনে রাজশাহীতে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। রোববার সকাল সাড়ে ৮টায় জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আদালত চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

 

 

পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম শাহিদুল হক।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম ও রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব কর্মসুচিতে বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী ও  আইনী সহায়তাদানকারী বেসরকারী প্রতিষ্ঠানগুলো অংশ নেয়।

 

 


শর্টলিংকঃ