রাজশাহীতে ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা


নিজস্ব প্রতিবেদক:

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বাজার তদারকি অভিযানে নির্ধারিত মুল্যের চেয়ে অধিক দাম নেওয়ায় ও মুল্য তালিকা না থাকায় তিন দোকানীকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সকালে খড়খড়ি বাইপাস, আম চত্বর  ও কোর্ট স্টেশন বাজার এলাকায় এসব জরিমান করা হয়।

রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক  হাসান-আল-মারুফ জানান, রাজশাহী মহানগরের খড়খড়ি বাইপাস বাজার, আম চত্বর মাছের আড়ত, ঢালুর মোড় মাছের আড়ত ও কোর্ট স্টেশন বাজার মনিটরিং করার সময় খড়খড়ি বাইপাস বাজারে সাজ্জাদ আদার দোকান কে বেশী মূল্যে আদা বিক্রি করায় পাঁচ হাজার টাকা, মর্তুজা আদা ঘর বেশী মূল্যে আদা বিক্রি করায় তিন হাজার টাকা এবং আমিরুল মাংসের দোকানকে মূল্য তালিকা না থাকায় এক হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এসব অভিযান পরিচালিত হয়। এছাড়াও অভিযানের সময় বিভিন্ন পয়েন্টে টিসিবির ট্রাক সেলস মনিটরিং করা হয়।

 


শর্টলিংকঃ