রাবিতে বিভাগের নাম পরিবর্তন করার দাবিতে অবস্থান কর্মসূচি


রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার দাবি জানিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। এ দাবির প্রেক্ষিতে রোববার বিভাগটির সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

Rajshahi University

দুপুর দেড়টা থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন বিকাল সাড়ে চারটায় শেষ করেন। এর আগে গত ১৯ জানুয়ারি থেকে বিভাগের শিক্ষার্থীরা তাদের বিষয়কোড পিএসসিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন।

বিভাগ সূত্রে জানা যায়, রোববার দুপুরে শিক্ষার্থীরা বিভাগের শিক্ষকদের সঙ্গে বিষয়কোড অন্তর্ভুক্তের বিষয়ে কথা বলতে চান। তবে শিক্ষকেরা দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেননি। এতে দুপুর দেড়টার দিকে প্রায় দু’শ শিক্ষার্থী বিভাগের সামনে বারান্দায় বসে অবস্থান নেন। এ সময় তারা পিএসসিতে বিষয়কোড অন্তর্ভুক্তের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।

বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু এসে তাদের সঙ্গে কথা বলেন। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধির সঙ্গে এ বিষয়ে আলোচনার আশ্বাস দেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে শিক্ষার্থীরা তাদের অবস্থান তুলে নেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর লুৎফর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা তাদের অবস্থান তুলে নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার বিভাগের শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবে।’


শর্টলিংকঃ