রাবিতে সংবাদ সম্মেলনে শিক্ষকদের হাতাহাতি (ভিডিও)


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যাণ্ড টেকনোলজি বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিভাগের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। এর আগের দিন সোমবার বিভাগের অন্য এক শিক্ষক অধ্যাপক মু. আলী আসগর শিক্ষক নিয়োগের বিষয়ে প্লানিং কমিটি ও আদালতের নিষেধাজ্ঞা বিষয়ে সংবাদ সম্মেলন করেন।

তবে আজ (মঙ্গলবার) বিভাগের সভাপতি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের মাঝে হঠাৎ করেই বিভাগের শিক্ষক কাওছার আলী, নূরুল আলমসহ কয়েকজন শিক্ষক এসে সাইফুল ইসলামের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও উচ্চবাচ্যের ঘটনা ঘটে। এতে সংবাদ সম্মেলনটি পণ্ড হয়ে যায়। ঘটনাস্থলে অধ্যাপক খাইরুল ইসলাম, অধ্যাপক যুগোল কুমার সরকার, সহযোগী অধ্যাপক এ কে এম আবদুল বারীসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগের দিন সংবাদ সম্মেলনে অধ্যাপক মু. আলী আসগর বলেন, শিক্ষক নিয়োগের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও সদস্যদের ছাড়াই প্লানিং কমিটির সভা করেছেন বিভাগের সভাপতি ড. সাইফুল ইসলাম। সদস্যরা উপস্থিত না থাকলেও তাদের উপস্থিতি দেখিয়ে সভা সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় সভা অনুষ্ঠিতের তারিখ গোপন ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলেছেন প্লানিং কমিটির অন্য সদস্যরা। এসময় বিভাগের শিক্ষক কাওছার আলী, নূরুল আলম উপস্থিত ছিলেন।

কিন্তু এ বিষয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, বিভাগের শিক্ষক নিয়োগের বিষয়ে প্লানিং কমিটির সদস্যদের ২২ ডিসেম্বর ৫৭তম সভার ও ২৬ ডিসেম্বর একই বিষয়ে ৫৮তম সভার আহ্বান করি। সভায় প্লানিং কমিটির সদস্যরা অনুপস্থিত থাকায় সভা করা সম্ভব হয় নাই। পরে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে সভা সম্পন্ন করা করি।

সংবাদ সম্মেলনে হাতাহাতির কারণ জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল তাঁরা যখন সংবাদ সম্মেলন করেছে আমরা সেখানে যাইনি। কিন্তু আজ সংবাদ সম্মেলনকে পণ্ড করতেই তারা এখানে উপস্থিত হয়েছে।

 


শর্টলিংকঃ