শপথ নিলেন গোদাগাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান


গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :

স্থগিত থাকা রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক শপথ গ্রহন করেছেন। আজ বুধবার (২২ মে) বেলা ১১ টায় রাজশাহী বিভাগীয় কমিশনার তাকে শপথ বাক্য পাঠ করান।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক জানান, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল মালেককে শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর- রহমান। এ সময় বিভাগীয় কমিশনার কার্যালয়ের অন্যন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রথম ধাপে গত ১০ মার্চ অনুষ্ঠিত গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি ভোটকেন্দ্রে এক পোলিং এজেন্টকে সঙ্গে নিয়ে নৌকা প্রতীকে সিল মারেন দুই ভোটগ্রহণ কর্মকর্তা। অতিরিক্ত জাল ভোট দেয়ায় এ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দেন প্রিসাইডিং কর্মকর্তা অনয় কুমার।

গত ৩০ শে এপ্রিল প্রথম ধাপে অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে সুলতাগঞ্জ আল জামিয়াতুল সালাফিয়া আলিম মাদরাসা কেন্দ্রের স্থগিত হয়ে যায়। সেই ভোটকেন্দ্রে ১৭ ই এপ্রিল বুধবার পুনঃরায় ভোটগ্রহণ হলে এতে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক টিউবওয়েল প্রতীক নিয়ে ২৪৯২ ভোটে জয়লাভ করে।


শর্টলিংকঃ