শবে কদর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নিরাপত্তা জোরদার


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
পবিত্র শবে কদর উপলক্ষে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্ধ্যার পর হতেই জেলার পাঁচ উপজেলায় অতিরিক্ত ১৮টি তল্লাশী চৌকি বসানো হয়েছে। তারা সন্দেহভাজন প্রতিটি যানবাহনসহ সন্দেহ ব্যক্তিদের তল্লাশী করছে। এ ছাড়া শহর কেন্দ্রিক বড় বড় মসজিদগুলোতেও পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানেও তারা মুসল্লিদের দেহ তল্লাশী করছে।

অপর দিকে যে কোন ধরনের নাশকতা,চুরি ছিনতাই প্রতিরোধে মার্কেটগুলোতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সঙ্খ্যা। পোষাকে এবং সাদা পোষাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান,প্রতিটি মুসলমান ব্যক্তি যেন,নির্বিগ্নে মসজিদে গিয়ে যেন ইবাদত বন্দেগি করতে পারে সে লক্ষে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কেও যেন নাশকতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে কঠোর অবস্থানে থেকে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন,জেলার বড় বড় শপিংমল গুলোতেও একই ধরনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


শর্টলিংকঃ