শিবগঞ্জে মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় গ্রেফতার ২


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি কলমদর দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির এক ছাত্রী অপহরণের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হল- উপজেলার তেলকুপি খাবারটোলার সিরাজ ডাক্তারের ছেলে রাজু (২৮) ও ছোট টাপ্পুর তৌফিকুল ইসলামের ছেলে রাজিব (২০)। বৃহস্পতিবার রাতে তেলকুপি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী অফিসার শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে তেলকুপি এলাকায় অভিযান চালিয়ে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও সহায়তা মামলার মুল আসামি রাজু ও রাজিবকে গ্রেপ্তার করা হয়।

রাজুর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর ৫৮/৫৮ তারিখ ২৬-০১-১৯) রয়েছে। ওই মামলার সে ২ নম্বর এজাহারভূক্ত পলাতক আসামি। এছাড়া রাজিবের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এর আগে অপহৃত মাদ্রাসার ছাত্রীর পিতা শীষ মোহাম্মদ বাদি হয়ে রাজুসহ পাঁচজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নম্বর ২২/২৭৮ তারিখ দায়ের করেন। শুক্রবার সকালে দুটি মামলায় রাজুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।


শর্টলিংকঃ