শিশুকে ধর্ষণ চেষ্টা, গণপিটুনিতে যুবকের মৃত্যু


ইউএনভি ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরবে শিশুকে ধর্ষণ চেষ্টায় গণপিটুনিতে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৫ মে) গণপিটুনিতে গুরুতর আহতাবস্থায় তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। নিহত রুবেল মিয়ার বাড়ি রংপুর শহরে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ সমকালকে জানিয়েছেন, গণপিটুনিতে আহত রুবেল নামের এক যুবককে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে ঘণ্টাখানেক চিকিৎসাধীন থাকার পর বিকেল সোয়া ৩টার দিকে তিনি মারা যান।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর এলাকায় গতকাল দুপুরে জহির মিয়ার বাড়ির পাশে রুবেল সুইপারের কাজ করতে যান। সেখানে তিনি ৮ বছরের একটি মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকার শুনে এলাকার লোকজন রুবেলকে গণপিটুনি দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যান।

মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানান ওসি সফিকুল ইসলাম।

 


শর্টলিংকঃ